২৩ ডিসেম্বর ১৯৭১ঃ বঙ্গভবনে মন্ত্রীসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত
বঙ্গভবনে মন্ত্রীসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এবং রাষ্ট্রের সকল পর্যায়ে বাংলা ভাষা ব্যাবহার করা হবে। সরকারের সকল অংশের সাথে যুক্ত পাকিস্তান নামের পরিবর্তে বাংলাদেশ নাম যুক্ত হবে। স্টেট ব্যাঙ্কের নাম রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংক। মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে ঢাকায় একটি স্মৃতি সৌধ নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারদের সাহায্যার্থে একটি কল্যাণ তহবিল গড়ে তোলা হবে। অবিলম্বে শহীদ মিনার পুনঃ নির্মাণ করা হবে। নকশা প্রনয়নের জন্য একটি কমিটি করা হবে। পাকিস্তান কাউন্সিল বিলুপ্ত করা হয়েছে। প্রেস ট্রাস্ট (মর্নিং নিউজ, পূর্বদেশ এর প্রকাশক) বিলুপ্ত করা হয়েছে। ২৫ মার্চের পরের সকল একাডেমিক এবং নিয়োগ পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। সংক্ষিপ্ত সিলেবাসে এগুলির পরীক্ষা অচিরেই নেয়া হবে।