২৩ ডিসেম্বর ১৯৭১ঃ নতুন নিয়োগ
পাকিস্তানী বাহিনীর হাতে কারাবরণকারী ডাক বিভাগের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এম আহসান উল্লাহকে পদোন্নতি পূর্বক ডাক বিভাগের মহাপরিচালক এর দায়িত্ব প্রদান করা হয়েছে। পিএমজি ভবনের ৩য় তলায় তার অফিস স্থাপন করা হয়েছে। মুজিব নগর সরকারে দায়িত্ব পালনকারী উইং কম্যান্ডার এসআর মীর্জাকে বেসামরিক বিমান চলাচল দফতরের প্রধান মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি ঢাকায় ইতিমধ্যেই দায়িত্ব পালন করছেন। তিনি একে খন্দকারের ভায়রা।
গ্রুপ ক্যাপ্টেন এ করিম খোন্দকারকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ইতিমধ্যে ঢাকায় এসে কার্যভার গ্রহণ করেছেন।