২২ ডিসেম্বর ১৯৭১ঃ শহিদুল্লাহ কায়সারের হত্যাকারী বদর সদস্য গ্রেফতার
রামপুরা নির্মীয়মাণ টেলিভিশন কেন্দ্রের পাশ থেকে শহিদুল্লাহ কায়সারের হত্যাকারী আল বদর সদস্য খালেক মজুমদারকে মুক্তিযোদ্ধার একটি দল গ্রেফতার করেছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে পরে একটি পিস্তল, ৪০ রাউন্দ গুলি, বদর বাহিনীর প্রশিক্ষনের কাগজপত্র, বুদ্ধিজীবীর হত্যা সংক্রান্ত জামাতে ইসলামীর নির্দেশিকা, পাক সামরিক অফিসারদের তালিকা উদ্ধার করা হয়। খালেক যে ইমামের কাছে শহিদুল্লাহ কায়সারের তথ্য ও ঠিকানা চেয়েছিল সেই কায়েতটুলীর ইমাম এবং শহিদুল্লাহ কায়সারের পরিবার খালেক মজুমদারকে সনাক্ত করেছে। খালেক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলে সে জামাতের সিদ্দিকবাজার কমিটির দপ্তর সম্পাদক। তার ডায়েরীতে আরও ৯ জন বদরের নাম পাওয়া গিয়েছে। জিজ্ঞাসাবাদে খালেক জানায় সে ক্যাপ্টেন কাইউমের আদেশ পালন করত। তার সাথে টেলিফোন বিভাগের দালাল কর্মচারীর নিয়মিত যোগাযোগ ছিল। যার বাড়ীতে অপারেশন সে বাড়ীর টেলিফোন লাইন আগেই কাটার জন্য তাদের ব্যাবহার করত।