২১ ডিসেম্বর, ১৯৭১ঃ পাকিস্তানে সেনা নৌ, বিমান বাহিনী কর্মকর্তা, উপদেষ্টা বরখাস্ত
প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান, তার চিফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খান এবং নিরাপত্তা সচিব মেজর জেনারেল গোলাম উমর খান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল পিরজাদা, কোয়াটার মাস্টার জেনারেল আবু বকর ওসমান মিঠা, মেজর জেনারেল খোঁদা বক্স, মেজর জেনারেল কায়ানি,এয়ার মার্শাল রহিমকে সেনাবাহিনী থেকে অবসর দেয়া হয়।এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলি ভুট্টো নৌবাহিনীর ছয় জন শীর্ষ অফিসারকে বরখাস্ত করেছেন। বেসামরিক উপদেষ্টাদের মধ্যে এমএম আহমেদ, মোহাম্মদ সুফি, গিয়াসুদ্দিন আহমেদ।