You dont have javascript enabled! Please enable it!
মাথায় একটা পুটলিতে করে পুরো সংসার নেয়া যায়না। সামান্য কিছু শুকনো খাবার, সঞ্চিত কিছু টাকা পয়সা, দুই একটা শাড়ি-লুঙ্গি – এই নিয়ে ভারী বোঝাটা সহ্যক্ষমতার মধ্যে রেখে অনিশ্চিত যাত্রার শুরু। সেই পথের যেন কোন শেষ নেই। পথিমধ্যে কিছু অর্থ বিনিময় করে ভারতীয় মুদ্রা বা রুটি সংগ্রহ হয়ত কারো ভাগ্যে জোটে। এই আমাদের ভুলে যাওয়া একাত্তর যা অনেকেই ‘পুরনো কথা’র দোহাই দিয়ে মাটিচাপা দিতে চায়।
The video shows the glimps of the Bengali refugees walking all the way to India, fighting the cruel nature, fighting the brutal Pakistan army, fighting the ruthless reality. The video was published on 25th June 1971.
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!