You dont have javascript enabled! Please enable it!

ছিন্নমূল সংগ্রামীদের পাশে দাঁড়ান

ফ্যাসিস্ট দস্যু ইয়াহিয়ার নির্বিচার বােমা বর্ষণ, অগ্নিসংযােগ ও নরমেধ যজ্ঞের বলি হয়ে, ঘর-বাড়ি, স্ত্রী-পুত্র, বাপ-মা, শিশুদের হারিয়ে, নিঃস্ব হয়ে হাজার হাজার ছিন্নমূল সংগ্রামী বাঙালি ত্রিপুরায় এসেছেন। তারা বাঁচতে চান লড়াই করার জন্য।
ত্রিপুরার জনগণের পবিত্র দায়িত্ব তাদের পাশে দাঁড়ানাে। তাদের আশ্রয় দেয়া, সাহায্য করা। সরকারকে বাধ্য করা, তাদের জন্য খাদ্য, বাসস্থান, ওষুধপত্র প্রভৃতির ব্যবস্থা করতে। পাক মুদ্রা বিনিময়ে প্রত্যেক ট্রেজারি ও ব্যাংক যাতে সাহায্য করে তার জন্য চাপ সৃষ্টি করা দরকার। খাদ্য ও নিত্যপ্রয়ােজনীয় পণ্যের চাহিদা মিটানাের জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া প্রয়ােজন। কোনাে কোনাে প্রতিক্রিয়াশীল পত্রিকার উস্কানিতে গুণ্ডারা যাতে কোথাও সাম্প্রদায়িক ঐক্য দুর্বল না করতে পারে এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামের অভূতপূর্ব ঐক্য যাতে চোখের মণির মতাে রক্ষা করা যায় তার প্রতি সতর্ক দৃ ষ্টি রাখা। এই দায়িত্ব পালনে ‘আমরা ত্রিপুরায় সমগ্র গণতান্ত্রিক শক্তিকে আহ্বান জানাই।

সূত্র: দেশের ডাক
২৩ এপ্রিল, ১৯৭১
০৯ বৈশাখ, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!