You dont have javascript enabled! Please enable it! 1971.12.19 | ইয়াহিয়া খানের পদত্যাগের সিদ্ধান্ত - সংগ্রামের নোটবুক

১৯ ডিসেম্বর, ১৯৭১ঃ ইয়াহিয়া খানের পদত্যাগের সিদ্ধান্ত

রাতে পাকিস্তান বেতারে প্রেসিডেন্ট পদে ইয়াহিয়া খানের পদত্যাগের সংবাদ ঘোষিত হয়। আগামীকাল পাকিস্তান পিপলস্ পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টোর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। পাকিস্তান পিপলস্ পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন ও পররাষ্ট্রমন্ত্রী রজারসের সাথে সাক্ষাতের পর এখন দেশের পথে রয়েছেন এবং আগামিকাল তিনি নতুন সরকার গঠন করবেন বলে মনে করা হচ্ছে। দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের বলেন পাকিস্তানের এখন কাজ হোল টুকরা গুলো জোড়া লাগিয়ে একটি নতুন দেশ গড়ে তোলা। তিনি আরও বলেন মুসলমান বাংলা কখনো ভারতের সাথে থাকবে না। পদত্যাগের কথা বলা হলেও সেখানে নিরব অভ্যুত্থান সংগঠিত হয়েছে। জুনিয়র অফিসাররা সিনিয়রদের উপর মারমুখী অবস্থান নিয়েছেন। এবং তাদের পছন্দ হিসেবেই ভুট্টো ক্ষমতা গ্রহন করতে যাচ্ছেন।