You dont have javascript enabled! Please enable it! 1971.12.18 | নিরপেক্ষ জোনে সাবেক গভর্নর মালিক - সংগ্রামের নোটবুক

১৮ ডিসেম্বর ১৯৭১ঃ নিরপেক্ষ জোনে সাবেক গভর্নর মালিক

অগ্রসর মান ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধ কভার করা ত্রিপুরার একদল সাংবাদিক ঢাকা এসে ১৭ তারিখ তারা সারা শহর ঘুরে দেখেন এবং বেগম মুজিবের সাথে দেখা করেন। ১৮ তারিখ তারা হোটেল ইন্টারকনে অবস্থান কালে এক হোটেল কর্মচারী সাবেক গভর্নরকে দেখিয়ে বলেন দেখেন এই কুত্তার বাচ্চা তার বিদেশী বউকে নিয়ে খাচ্ছে। সাংবাদিক অনিল ভট্টাচার্য আহাররত অবস্থায় তার কাছে গিয়ে তার অনুভুতি জানতে চাইলেন। লজ্জা শরমহীন মালেক তার উদ্দেশে বলেন এখন তো আমাদের কত আনন্দ। এখন তো আমাদের ভাবের আদান প্রদান হবে। আমরা এক আত্মীয় হিসাবে বসবাস করব। দুই দেশে একে অপরে যাওয়া আসা করব। আশে পাশের লোকজন তার উদ্দেশে বাজে মন্তব্য করছিল। পরদিন মালিককে নিরাপত্তার জন্য ঢাকা ক্যান্টনমেন্ট শিবিরে নেয়া হয়। যদিও তার এবং তার দলবলের নিরাপত্তার জন্য ৪ টি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছিল।