You dont have javascript enabled! Please enable it! 1971.12.18 | পাকিস্তান বাহিনীর কারাগার থেকে মুক্ত কর্মকর্তাবৃন্দ  - সংগ্রামের নোটবুক

১৮ ডিসেম্বর ১৯৭১ঃ পাকিস্তান বাহিনীর কারাগার থেকে মুক্ত কর্মকর্তাবৃন্দ

কারাগার থেকে এদিন মুক্ত হন দেশের কয়েকজন স্বনামধন্য সরকারী কর্মকর্তা। তারা হলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী এবং সম্প্রতি সচিব হিসেবে নিয়োগ পাওয়া আহমেদ ফজলুর রহমান, ফরিদপুরের এসপি নুরুল মোমেন খান, বরিশালের জেলা প্রশাসক আইয়ুবুর রহমান খান, বরিশালের এসপি এএইচএম ফখরুদ্দীন , এ এম ইউসুফ ডিসি ফরিদপুর, এম এ হায়াত এসডিও মাদারীপুর, এসএম ফরিদ এসডিও রাজবাড়ী, হাবিবুর রহমান এসডিও নারায়নগঞ্জ, লোকমান হসাইন চিফ ইঞ্জিনিয়ার টেলিফোন , মাকসুদ আলি খান পরিচালক টেলিফোন, সাইদুর রহমান বিভাগীয় প্রকৌশলী টেলিফোন, বশিরুল্লাহ চীফ অফিসার আইডিবিপি, আমানুল্লাহ অতিরিক্ত মহাপরিচালক ডাক বিভাগ।