১৮ ডিসেম্বর ১৯৭১ঃ এবিএম নুরুল ইসলাম নাজেহাল
৬৫ এবং ৭০ সালে রাজবাড়ী থেকে নির্বাচিত আওয়ামী লীগের এমএনএ যিনি স্বাধীনতার বিরোধিতা করে ইয়াহিয়ার সাথে হাত মিলিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাওয়ালপিন্ডি অবস্থান করছিলেন তিনি আজ আওয়ামী লীগ অফিসে গেলে কর্মীরা দালাল বলে তাকে নাঝেহাল করতে করতে বের করে দেয় তবে তিনি গুরুতর আঘাত প্রাপ্ত হননি।