১৮ ডিসেম্বর ১৯৭১ঃ মাখনের বেতার ভাষণ
১৭ তারিখ সন্ধায় এক বেতার ভাষণে সাবেক ডাকসু জিএস এবং মুজিব বাহিনীর অন্যতম কম্যান্ডার আব্দুল কুদ্দুস মাখন সদ্য স্বাধীন বাংলার যুব সমাজের উদ্দেশে বলেন স্বর্ণপ্রসবিনী বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ হতেই দেশের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে হবে। আমাদের আত্ম নির্ভরশীলতার দীক্ষা গ্রহন করতে হবে। পরনির্ভরশীলতা পর মুখাপেক্ষিতা জাতির কলঙ্ক। তিনি বলেন স্বাধীনতা লাভ করলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। দেশ পুনর্গঠন মুল সংগ্রামের অংশ। এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। তিনি ভারতীয় বাহিনী ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন সামনে অনেক কাজ বাকী সকল শরণার্থীদের ফিরিয়ে আনা এবং পুনর্বাসনের কাজ করতে হবে। তিনি শেখ মুজিবের মুক্তির জন্য প্রভাব খাটানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দের নিকট আহবান জানান। দখলদার বাহিনীর হাতে নির্যাতিত জনগণকে সান্তনা দেয়ার ভাষা আমাদের নেই লক্ষ প্রানের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতার ঊষালগ্নে আমাদের আর হারাবার কিছু নেই অথচ স্বাধীন বাংলাদেশের নাগরিক রুপে আমাদের পাবার অনেক কিছুই রয়েছে।