You dont have javascript enabled! Please enable it!

১৬ ডিসেম্বর ১৯৭১ঃ রাঙ্গামাটি, বান্দরবন, দক্ষিন চট্টগ্রাম, কক্সসবাজার দখল
জেনারেল উবান হেলিকপ্টারে রাঙ্গামাটি, দোহাজারি, বান্দরবন, রুমাতে এসএসএফ এবং মুজিব বাহিনীর কম্যান্ডো প্রেরন করে এলাকা গুলি দখল করেন। দোহাজারি দখলের পর পাকিস্তানী বাহিনীর দক্ষিনে যাওয়ার পথ একেবারেই বন্ধ হয়ে যায়। রাঙামাটিতে শেখ মনি এসে পৌঁছে জ্বালাময়ী বক্তব্য দেন। ফলে রাজাকার ত্রিদিভ রায় পরিবার অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পরে। দালালীর ও যৌন নির্যাতনের জন্য চাকমাদের একাংশ রাজার দুই ছেলের উপর ক্ষিপ্ত ছিল। রাজার পরিবার রক্ষায় উবান তার বাড়িতে প্রহরা বসালেন। এই পরিবারের এক জামাই চা বাগান মালিক ব্রিটিশ কর্নেল হিউমকে আইন শিথিল করে অনেক সুযোগ সুবিধা দিলেন উবান। এদিন হিউমের এক সন্তান জন্ম নেয়। বান্দরবনে উবান বাহিনী রাজা মং শু প্রু এর বাড়ির উপর হেলিকপ্টার চক্কর দেয়ায় তার পরিবার ভয় পেয়ে গিয়েছিল। পরে উবান তার বাড়িতে গিয়েছিলেন। তিনি ৩০০ পাঠান আধা সামরিক বাহিনীর দল, কিছু মিজো, কিছু স্থানীয় উপজাতি রাজাকার নিয়ে বান্দরবন দখল করে রেখেছিলেন। উবানের সফরের পর রাজা উবানকে একটি শাল এবং তার নিজের একটি তলোয়ার উপহার দেন। উবান পরে তলোয়ার এবং রাজাকে ক্ষমার একটি পত্র শেখ মনির মাধ্যমে শেখ মুজিবের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। রাজা পরে কোন শাস্তির মধ্যে পরেননি। তবে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছিল।(তিনি ৭৩ এর নির্বাচনে অংশ নেননি। পরে ৭৫ এর জুলাইয়ে তিনি বাকশাল গভর্নর হয়েছিলেন)। উবান বাহিনী নৌপথে রুমা পর্যন্ত অগ্রসর হয় ফলে মিজোরা আরও গহীনে যেতে বাধ্য হয়। উবান বাহিনী এরপর উত্তরে অগ্রসর হয় কর্ণফুলীর দক্ষিনে গিয়ে তাঁদের অপারেশন শেষ হয়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!