You dont have javascript enabled! Please enable it! 1971.12.15 | কুচ ইয়াদ দিলাউন আত্মসমর্পণের লিফলেট - সংগ্রামের নোটবুক

১৫-১৬ ডিসেম্বর ১৯৭১ঃ কুচ ইয়াদ দিলাউন ঃ আত্মসমর্পণের লিফলেট

পাকিস্তানী সৈন্যদের মনোবল ভেঙ্গে দিয়ে আত্মসমর্পণে উজ্জীবিত করার জন্য ভারতীয় বাহিনী হস্ত লিখিত ( সম্ভবত সাইক্লস্টাইল) প্রচার পত্র বিলি করেছে। যার শিরোনাম কুচ ইয়াদ দিলাউন বা refresh your memory । এ ছাড়াও সাচ্চা মুসলমান নামে true muslim এবং হুকুম মে তামিল compliance the order নামেও দুটি হস্ত লিখিত ( সম্ভবত সাইক্লস্টাইল) প্রচার পত্র বিলি করেছে। বরিশাল এবং নারায়ণগঞ্জে প্রচারপত্রগুলি বেশী বিতরন করা হয়েছে। ধারনা করা হচ্ছিল এদিক থেকে নৌপথে তারা পালাতে পারে। প্রচারপত্রে নৌ পথে ভারতীয় অবরোধ আছে সেটা তুলে ধরার জন্যই এই প্রচারপত্র। ৭ তারিখে ছাপানো প্রচারপত্রগুলি বিতরনের উদ্দেশে ভারতীয় বাহিনীর হাতে দেয়া হয় প্রথম দিকে এগুলি মফস্বল এলাকায় বিমানের সাহায্যে নিক্ষেপ করা হত। ১৩ তারিখে এগুলি ঢাকায় নিক্ষেপ করা হয়। রোমান উর্দু, ইংলিশ, উর্দু, পশতু, এবং বাংলা ভাষায় এগুলি লিখা ছিল। প্রচারপত্রে তাদের বলা হয়েছিল মুক্তিবাহিনীর হাতে তাদের নিশ্চিত মৃত্যু কিন্তু ভারতীয় বাহিনীর হাতে তারা নিরাপদ।