১৪ ডিসেম্বর ১৯৭১ঃ কক্সবাজার প্রতিরোধ
কক্সবাজারে পাকিস্তানী বাহিনীর ছিল ৬১ রেঞ্জারস(আধা সামরিক/ বিশেষ পুলিশ) উত্তর দিক থেকে পাকিস্তানী বাহিনী বার্মার পথে যাতে না পালাতে পারে ভারতীয় বাহিনী উখিয়াতে তাদের রোমীয় ফোরস নামে এক বাহিনী অবতরন করায় এই দিনে। রোমীয় ফোরস এর দলে ছিল ১১ বিহার এর দুই কোম্পানি এবং ১/৩ গুর্খা। এর অধিনায়ক ছিলেন ব্রিগেডিয়ার এসএস রাই। এদের নৌ পথে আনা হয়। তবে জোয়ার এবং চর এর জন্য এদের অবতরন বিঘ্ন ঘটে ফলে সম্পূর্ণ বাহিনী এদিন অবতরন করতে পারেনি। উভচর বাহিনী নামে খ্যাত এই বাহিনীর কয়েকজন পানিতে ডুবে মারা যায়। এদিন কক্সবাজার থেকে বার্মার দিকে পলায়নরত প্রায় এক ব্যাটেলিয়ন পাকিস্তানী সৈন্য আটক করে। এদের বেশিরভাগ ৬১ রেঞ্জার সৈন্য।