১৫ ডিসেম্বর, ১৯৭১ঃ জেনারেল মানেকশ
ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মানেকশ পাকিস্তানী কমান্ডারদের আত্মসমর্পণের জন্য শেষবারের মত নির্দেশ দেন। বিবিসি এবং ভয়েস অব আমেরিকা বলেছে ঢাকা এখন মর্টার পাল্লার মধ্যে রয়েছে। ভারতীয় আক্রমন অব্যাহত আছে এবং তারা ঢাকাকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে। জেনারেল নিয়াজি দুপুর আড়াইটায় মার্কিন কনসাল জেনারেল স্পিভাকের হয়ে পাকিস্তান দুতাবাসের মাধ্যমে যুদ্ধ-বিরতির আবেদনের প্রেক্ষিতে জেনারেল মানেকশ সন্ধ্যা পাঁচটা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকার ওপর বিমান হামলা বন্ধ রাখার নির্দেশ দেন। এর আগে প্রেসিডেন্ট আত্মসমর্পণের প্রস্তাব অনুমোদন দেন। পাশাপাশি ভারতীয় বাহিনীর তরফ থেকে জেনারেল নিয়াজিকে জানিয়ে দেয়া হয়, পাকিস্তানী বাহিনী নিঃশর্তে আত্মসমর্পণ করবে কিনা তা জানানোর জন্য বিশেষ বেতার কেন্দ্র খলা হয়েছে এবং কোড নং দেয়া হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ন’টার মধ্যে শর্তহীন আত্মসমর্পণ না করা হলে আবার বিমান হামলা শুরু করা হবে। ভারত বা বাংলাদেশ সরকারের কাছে আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশনের পূর্ণ সুযোগ দেয়া হবে বলে ভারত সরকারের পক্ষে জেনারেল মানেকশ ঘোষণা করেছেন। এই ঘোষণা সাধারন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
নোটঃ সুইস সরকারের মাধ্যমে আত্মসমর্পণ প্রস্তাব না পাঠিয়ে মার্কিন দুতাবাসের মাধ্যমে পাঠানো ছিল ইয়াহিয়া খানের সময়ক্ষেপন মাত্র।