১৪ ডিসেম্বর ১৯৭১ঃ জামালপুরে চিরুনি অভিযান
মিত্র বাহিনী জামালপুর দখল শেষে এখন ঢাকার খুব কাছে চলে এসেছে জামালপুর থেকে মুল বাহিনীও ছত্র ভঙ্গ হয়ে টাংগাইল হয়ে ঢাকায় চলে এসেছে। তারপরও বিভিন্ন পকেট এলাকায় কিছু পাক সৈন্য রয়ে গিয়েছিল। ভারতীয় রিজার্ভ ব্রিগেডিয়ার ইরানীর ১৬৭ ব্রিগেড আজ উত্তর সীমান্ত দিয়ে জামালপুর প্রবেশ করে এবং পশ্চিম জামালপুরে সাঁড়াশি অভিজান শুরু করে। তারা গতদিনে বাউসি দখল করে। এদিন তারা জগন্নাথপুর ঘাট আক্রমন করে এবং দখল করে। এখানে ১৮ জন পাক সৈন্য নিহত হয়। বিপুল পরিমান রসদ সহ ৮ জন রাজাকার ২২ জন মুজাহিদ ৬১ জন পুলিশ ও রেঞ্জার আটক করা হয়। জামালপুর পরিস্কার শেষে তাদের টঙ্গীতে মোতায়েনের আদেশ হওয়ায় সেখানে গমনের জন্য প্রস্তুতি নেয়।