You dont have javascript enabled! Please enable it!

১৪ ডিসেম্বর ১৯৭১ঃ সিলেট আক্রমন

১৩-১৪ তারিখ রাতে ৩ পাঞ্জাব এবং ৯ গার্ড সিলেট রেল স্টেশন আক্রমন করে। এখানে এক কোম্পানি পাকিস্তানী সৈন্য ছিল। তারা সারা রাত যুদ্ধ করে। সকালে মিত্র বাহিনী রেল স্টেশন দখল করে। এখানে ১৭ জন পাক নিয়মিত সৈন্য মারা যায় ১২ জন এপকাফ সৈন্য মারা যায়। আহত হয় ৪ জন। আহতরা ২২ বালুচ এর। এপকাফের ১০ জন আটক হয়। সুরমার উত্তর পাড় থেকে পাক সৈন্য প্রত্যাহার করা হয়। ভারতীয় ৯ গার্ডের ৫ জন নিহত হয় আহত হয় ১ জন অফিসার ১ জন জেসিও ১৪ জন জওয়ান। দক্ষিন সুরমা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়। চিকনাগুল থেকে অগ্রসরমান ১ বেঙ্গল দরবস্ত থেকে অগ্রসরমান ৫/৫ গুর্খা বালিপারায় একত্র হয় এবং ৮৬ বিএসএফ এর কয়েক কোম্পানি সহ অগ্রসর হয়। খাদিম নগরের আগে এসে স্থির হয়। খাদিম নগর যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!