১৫ ডিসেম্বর ১৯৭১ঃ পর্দার আড়ালে নিরাপত্তা পরিষদের আলোচনা
নিরাপত্তা পরিষদে ইতালি ও জাপানের প্রস্তাব কিছুক্ষন চলার পর পরিষদের অধিবেশন স্থগিত করা হয়। আর এই ফাকে ব্রিটেন ও ফ্রান্সের একটি মুলতবী প্রস্তাব উত্থাপিত হয়। ব্রিটেন ও ফ্রান্সের প্রস্তাব পর্দার বাহিরে সদস্য রাষ্ট্র সমুহের মধ্যে আলোচনা চলে। অন্য দিকে পোল্যান্ড একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। পোল্যান্ডের প্রস্তাবে ছিল শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করে ৭২ ঘণ্টার মধ্যে পাক সৈন্য প্রত্যাহার এবং তার পর ভারতীয় সৈন্য প্রত্যাহারের প্রস্তাব ছিল। প্রস্তাবের বাহিরে পোল্যান্ডের আরেকটি প্রস্তাব ছিল উপমহাদেশে শান্তি আনয়নের জন্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে পাক সৈন্য প্রত্যাহার করে নেয়া।