You dont have javascript enabled! Please enable it! 1971.12.14 | সংসদে জগজীবন রাম বলেন বাংলাদেশ শীঘ্রই পাক হানাদার মুক্ত হবে - সংগ্রামের নোটবুক

১৪ ডিসেম্বর ১৯৭১ঃ সংসদে জগজীবন রাম

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম লোকসভায় বলেন বাংলাদেশ শীঘ্রই পাক হানাদার মুক্ত হবে। ভারতীয় জওয়ানরা ঢাকার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ঢাকা বস্তুত অবরুদ্ধ হয়ে আছে। তিনি বলেন পাক বাহিনীকে আত্মসমর্পণের জন্য সেনা প্রধান সাম মানেকশ যে আহবান করেছেন তা উপযোগী এবং সময়ানুগ। সংসদে প্রশ্নোত্তরে জগজীবন রাম বলেন পাক ভারত যুদ্ধে এপর্যন্ত ১৯৭৮ জন ভারতীয় সৈন্য নিহত ৫০০০ এর বেশী সৈন্য আহত এবং ১৬০০ সৈন্য নিখোঁজ রয়েছেন। শত্রুপক্ষের হতাহতের তালিকা ভারতের কাছে নাই এবং এ সংখ্যা ভারতের সংখ্যার কয়েকগুণ হতে পারে।