১৩ ডিসেম্বর ১৯৭১ঃ ইসলামী ছাত্র সংঘ
শুক্রবার পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ প্রাদেশিক কেন্দ্রীয় সংসদের এক বৈঠকে প্রদেশের নিরীহ জন সাধারণের উপর ভারতের বিমান বাহিনী নাপাম বোমা বর্ষণ করায় ব্যাপক হতাহতের জন্য ভারতের কঠোর নিন্দা করেন। কমিটি ইহাকে সভ্যতার চরম বর্বরতা, জেনেভা চুক্তির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। এ ধরনের হীন কার্যকলাপ প্রতিরোধে এগিয়ে আসার জন্য বিশ্ব এর শান্তিকামী মানুষের এগিয়ে আসার আহবান জানানো হয়। প্রস্তাবে ভারতীয় সেনাবাহিনীর বর্বর হামলার দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করা হয়। দেশ প্রেমিক সেনাবাহিনীকে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য প্রবল শক্তি দেয়ায় মহান আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া আদায় করা হয়।