১২ ডিসেম্বর ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিল্লীর রামলীলা ময়দানে এক বিশাল জনসভায় চীন ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন চোখ রাঙ্গিয়ে কোন লাভ হবেনা, ভারত নীতির প্রশ্নে কারো সাথে আপোষ করবে না। চীন ও আমেরিকা আজ বলছে পাকিস্তানের সাথে তাদেরও চুক্তি আছে (যুক্তরাষ্ট্র ১৯৬২ সালে সম্পাদিত একটি চুক্তির উদাহরন দেয়)। গান্ধী বলেন পাকিস্তানের সামরিক শক্তির অত্যাচারের কথা উল্লেখ করে বলেন পূর্ব পাকিস্তানের ঘটনার ব্যাপারে সেদিন(২৫-২৬ মার্চ) কোন শক্তি একটি কথাও বললো না। ভারত শতাব্দীর সবচেয়ে বড় দুঃখ কষ্ট সহ্য করেও তার মানবিক ঐতিহ্য ও নীতি নিয়ে চুপ করে একটি জাতির নিশ্চিহ্ন হয়ে যাওয়া দেখতে পারে না।