১২ ডিসেম্বর ১৯৭১ঃ জুলফিকার আলী ভুট্টো
৮ তারিখে জুলফিকার আলী ভুট্টো নিউইয়র্কের উদ্দেশে পেশওয়ার ত্যাগ করেছিলেন তিনি সরাসরি ১২ ঘণ্টার ভ্রমনে নিউইয়র্ক না যেয়ে ভেঙ্গে ভেঙ্গে রোম ফ্রাঙ্কফুর্ট লন্ডন হয়ে ৬০ ঘণ্টায় ১১ তারিখে নিউইয়র্ক পৌঁছেন। নিউইয়র্কে তিনি বিলাশবহুল হোটেল Waldorf Astoria তে উঠেন। উত্তর গোলার্ধে এ সময় শীতকাল। দীর্ঘ ভ্রমন পথে ভুট্টো সর্দিতে আক্রান্ত হন ফলে তিনি আরও দুদিন হোটেলেই সময় কাটান। চতুর ভুট্টো জানতেন ততদিনে পাকিস্তান সম্পূর্ণ পরাজিত তাই তিনি তেমন আর সক্রিয় ছিলেন না। ১৫ তারিখের আগে তার কোন কার্যক্রম ছিল না বললেই চলে।