১১ ডিসেম্বর, ১৯৭১ জেনারেল নিয়াজী
লে. জেনারেল নিয়াজী ঢাকা ক্যান্টনমেন্ট সম্মিলিত সামরিক হাঁসপাতাল পরিদর্শন করেন। এখানে আহত মেজর জেনারেল রহিম চিকিৎসাধীন আছেন। সেখানে একদল নার্স নিয়াজিকে অনুরোধ করে বলেন বিপদে তাদের যেন মিত্র বাহিনী থেকে উদ্ধার করা হয়। নিয়াজি তাদের বলেন দুশ্চিন্তার কোন কারন নেই মার্কিন নৌ বহর তাদের সাহায্য করার জন্য কাছাকাছি চলে এসেছে। নিয়াজি তাদের বলেন মুক্তিযোদ্ধাদের হাতে পরার আগে আমরাই তোমাদের হত্যা করব। পরে ঢাকা বিমান বন্দর/ ঘাটি পরিদর্শন করেন। সেখানে তিনি বিমান বিধ্বংসী কামানের অবস্থা সম্পর্কে অবহিত হন। নিয়াজী বলেন, কোনক্রমেই শত্রুকে কাছে ঘেঁষতে দেয়া চলবে না। তিনি আশা প্রকাশ করেন, পাকবাহিনী তাদের ঐতিহ্যকে আরো উজ্জ্বল করবে। পরে বিমানবন্দরে তিনি ব্যাংকক প্রত্যাবর্তন গামী একদল বিদেশী সাংবাদিকদের সঙ্গে যেচে গিয়ে সাক্ষাৎ দেন ও সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলাপ করেন।