You dont have javascript enabled! Please enable it! 1971.12.09 | চট্টগ্রাম ফ্রন্টে যুদ্ধ- ১২ জন মুক্তিযোদ্ধা নিহত হয় - সংগ্রামের নোটবুক

৯ ডিসেম্বর ১৯৭১ঃ চট্টগ্রাম ফ্রন্টে যুদ্ধ

ভারতীয় বাহিনীর নবসৃষ্ট ব্রিগেডিয়ার আনন্দ স্বরূপের কিলো ফোরস (৩১ জাঠ, ৩২ মাহার, ১ নং সেক্টর ট্রুপ্স, ৪ বেঙ্গল, ১০ বেঙ্গল, বিএসএফ/ মিজো রেঞ্জ হিল ব্রিগেড)। ৩২ মাহার এর এলাকা ছিল শীতলপুর, ৩১ জাঠ এর এলাকা ছিল কুমিরা, ৪ ইবি এর এলাকা ছিল নাজিরহাট, ১০ ইবি এর এলাকা ছিল কুমিরাঘাট হাটহাজারী। চট্টগ্রাম দখলের উদ্দেশে দক্ষিনে অগ্রসর হয়। তাদের সামনেই ছিল পাক বাহিনীর ২৪ এফএফ এর খণ্ডিত কোম্পানি যাতে এপকাফ, রেঞ্জার,আর কিছু মুজাহিদ ছিল। এই দিনে মিত্রবাহিনী বাধাহীন ভাবে জোরারগঞ্জ উপস্থিত হয়। লেঃ কঃ হরগোবিন্দ সিংহ এর ৩২ মাহার ও ক্যাপ্টেন মাহফুজের ১০ বেঙ্গলের বাহিনী পাক বাহিনীর উপর আক্রমন করে। পাক বাহিনী টিকতে না পেরে দক্ষিনে পশ্চাদপসরণ করে। এখানে ১২ জন মুক্তিযোদ্ধা নিহত হয়। পরে এখানে মিত্র বাহিনীতে ৮৩ ব্রিগেডের ২ রাজপুত,৩ ডগরা, ৮ বিহা্‌র ৬০ ফিল্ড রেজিমেন্ট, ১৮৩২ লাইট রেজিমেন্ট এসে যোগ দেয়। ৫ ব্যাটেলিয়নের সম্মিলিত বাহিনী দক্ষিনে অগ্রসর হতে থাকে।