৯ ডিসেম্বর ১৯৭১ঃ কুষ্টিয়া যুদ্ধ
ঝিনাইদহ যেতে না পেরে ৫৭ ব্রিগেড অধিনায়ক ব্রিঃ মঞ্জুর আহমেদ কুষ্টিয়ায় তার বাহিনীকে সংহত করেন। কুষ্টিয়ায় হার্ডিঞ্জ ব্রিজ প্রতিরক্ষার কাজে আগে ২৯ বালুচ নিয়োজিত ছিল এবার তাদের ঝিনাইদহ রাস্তা আগলাবার দায়িত্ব দেয়া হয়। হার্ডিঞ্জ ব্রিজে পাঠানো হয় ১৮ পাঞ্জাবকে। ৯ তারিখ ৭ ব্রিগেড এর ২২ রাজপুত দুই ট্রুপস পিটি ৭৬ ট্যাঙ্ক সহ ঝিনাইদহ কুষ্টিয়া পথে পাকবাহিনী কে আক্রমণ করে। পাশাপাশি শালিকুরাতে ৫ জাঠ আক্রমন করে। ৫ জাঠ পুরো এলাকা তিন দিক দিয়ে অবরোধ করার পর ১৪ জন সেনা, ৮৭ জন রাজাকার আটক করে। ২২ রাজপুত দুপুরে কুষ্টিয়া প্রবেশ করে। শহরের প্রবেশ করার মুখেই পাক ২৯ বালুচ কাছাকাছি দুরত্তে ট্যাঙ্ক, রিকোয়েলস রাইফেল, এমএমজি ইত্তাদি অস্রের সাহায্যে আক্রমন করে। ২৯ বালুচের আক্রমনে ২২ রাজপুত ছত্রভঙ্গ হয়ে যায়। এখানে ভারতের ৬ জন অফিসার সহ শতাধিক সৈনিক নিহত হয়। তারা ৫টি ট্যাঙ্ক হারায়। বিমান আক্রমনের সহায়তা চাওয়া হলে বিকালে ভারতীয় বিমান বাহিনী পাক অবস্থানে গোলাবর্ষণ করে। বিমান হামলার মুখে পাক বাহিনী পশ্চিম দিকে চলে যায়। ভারতীয় বাহিনী পুনর্গঠনের সুবিধার্থে পশ্চাদপসরণ করে।