You dont have javascript enabled! Please enable it! 1971.12.09 | ৮ ডিসেম্বর একে একে নেত্রকোনার সকল থানা মুক্ত হয়ে যায় - সংগ্রামের নোটবুক

৯ ডিসেম্বর ১৯৭১ঃ নেত্রকোনা মুক্ত

নেত্রকোনায় ছিল পূর্বধলা, বিরিশিরিতে ৩৩ পাঞ্জাবের (আধাসামরিক) খণ্ডিত মিশ্র কোম্পানি ও শহরে ৭০ উইং এপকাফ সদর। এছাড়াও বেশ কয়েকটি এপকাফ বিওপি। ৪ তারিখের সর্বাত্মক যুদ্ধের পর বিরিশিরির কোম্পানি স্থান পরিবর্তন করে প্রথমে ঝাড়িয়া তারপর ট্রেনযোগে পূর্বধলা অবস্থান করে পরে সেখান থেকে ট্রেনে ময়মনসিংহ চলে যায়। ৮ ডিসেম্বর একে একে নেত্রকোনার সকল থানা মুক্ত হয়ে যায়। ৮ ডিসেম্বর, দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শহরের বিএডিসি ফার্মে ক্যাপ্টেন চৌহান এর এক প্লাটুন ভারতীয় সৈন্য সহ মুক্তিবাহিনী অবস্থান নিয়ে পাকিস্তানিদের সঙ্গে সম্মুখসমরে শুরু করে তুমুলযুদ্ধ। সেদিনের যুদ্ধে পাকসেনারা অবস্থান নিয়েছিল শহরের মোক্তারপাড়া ব্রিজ ও নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে। ৯ ডিসেম্বর, সকাল ১০টার দিকে উত্তরদিক থেকে মিত্রবাহিনী আক্রমন শুরু করলে পলায়নপর পাকবাহিনীকে দক্ষিনে মুক্তিবাহিনীর দল ধাওয়া করে। পরে জীবন বাঁচাতে অস্ত্রসস্ত্রসহ নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক ধরে পালিয়ে যায় পাকবাহিনী।