You dont have javascript enabled! Please enable it! 1971.12.09 | হিলি ফ্রন্টে যুদ্ধ- এখানে ১৮ জন পাক সৈন্য নিহত হয় ৭০ জন রাজাকার আটক করা হয় - সংগ্রামের নোটবুক

৯ ডিসেম্বর ১৯৭১ঃ হিলি ফ্রন্টে যুদ্ধ

ভাদুরিয়াতে এ দিনও যুদ্ধ চলে এখানে পাক ৪ এফএফ এর মিশ্র ২ কোম্পানি বাহিনী দীর্ঘদিন এলাকাটি ধরে রেখেছে। ১৭ কুমাউনের সাথে হিলিতে যুদ্ধ করা ৮ গার্ড যোগ দেয় এখানে। ভারতীয় ৩৪০ ব্রিগেডের ৬৯ আরমার্ড রেজিমেন্ট এর এক স্কোয়াড্রন, ৫গাড়ওয়াল রাইফেলস এর এক কোম্পানি, ৪৪ মাউনটেইন ব্যাটারি সমন্বয়ে গড়া টাস্ক ফোরস সাদুল্লাপুর আক্রমন করে দখল করে। এখানে ১৮ জন পাক সৈন্য নিহত হয় ৭০ জন রাজাকার আটক করা হয়।
আরেকটি টাস্ক ফোরস ৩৪০ ব্রিগেডের দুই স্কোয়াড্রন বাদে ৬৯ আরমার্ড রেজিমেন্ট, এক স্কোয়াড্রন ৬৩ কেভেলরি, ৬ গার্ড নিয়ে পিরগঞ্জের কাছে ধাপের হাট আক্রমন করে এবং দখল করে। সেখানে পাক বাহিনী মাইন পুতে রেখেছিল। তারপর সে পথে তারা পলাশবাড়ী দখল করে। দক্ষিন ও দক্ষিন পশ্চিম দিকে পাক বাহিনী তাদের উপর আক্রমন করলে ৬৩ কেভেলরি তাদের ধাওয়া করে সেখানে ৩৪ জন পাক সৈন্য মারা যায়।
দুই টাস্ক ফোরস পরে গোবিন্দগঞ্জের দিকে অগ্রসর হয়।