০৯ ডিসেম্বর ১৯৭১ঃ সরকারি মুখপাত্র
একজন সরকারি মুখপাত্র জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবকে অভিনন্দন জানিয়ে বলেন কতিপয় অন্ধ অনুসারী ছাড়া হামলাকারী ভারত এবং তার সহযোগী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আর কেউ নেই। তারা পুরোপুরি নিঃসঙ্গ হয়ে পড়েছে। এটা গুরুত্বপূর্ণ যে পূর্ব ইউরোপীয় দেশ রুমানিয়া ও যুগোস্লভিয়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
পাকিস্তান সরকারের মুখপাত্র, মার্কিন সরকারের মুখপাত্র গতকাল সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সাথে গোপন আলোচনা ও আপোষ প্রচেষ্টা বর্তমান যুদ্ধের দরুন পণ্ড হয়েছে বলে যে কথা বলেছেন তা সম্পূর্ণ অস্বীকার করেছেন।