You dont have javascript enabled! Please enable it!

৮ ডিসেম্বর ১৯৭১ঃ কুষ্টিয়া – মাগুরা ফ্রন্ট

৭ তারিখ কোন আক্রমন ছাড়াই পাকিস্তানী নবম ডিভিশন মধুমতি নদী পার হয়ে মধুখালি হয়ে ফরিদপুরে অবস্থান নেয়। ভারতীয় ৬২ ব্রিগেড ৮ তারিখ মাগুরায় তাদের কাউকে পায়নি। সেখানে অবস্থানরত ৩৮ এফএফ ও নবম ডিভিশনের পথে ফরিদপুর চলে যায়। কুষ্টিয়ার বিপরীতে অবস্থান নেয়া ব্রিঃ জইল সিং এর ৭ ব্রিগেড এতদিন বিশ্রামে ছিল জিওসি মেজর জেনারেল বারার এর আদেশে এই ব্রিগেড কুষ্টিয়ার দক্ষিনে ঝিনাইদহ মোতায়েন করা হয়। ৭ ব্রিগেডকে হার্ডিঞ্জ ব্রিজ দখলের দায়িত্ব দেয়া হয়। তাকে তার নিয়মিত ব্যাটেলিয়ন( আগে ১ নাগা রেজিঃ প্রত্যাহার করে) এর বাহিরে ৪১ ব্রিগেড থেকে ৫ গার্ডসকে এবং ২ ট্রুপ্স ট্যাঙ্ক, ১ মধ্যম ট্রুপ্স আর্টিলারি দেয়া হয়। মাগুরায় যাওয়া ৬২ ব্রিগেড এর কোন কাজ না থাকায় সেখানকার ব্রিগেড এর বড় অংশ কুষ্টিয়ার দিকে অগ্রসর হয়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!