৮ ডিসেম্বর ১৯৭১ঃ জামালপুর ফ্রন্ট
৭ তারিখ রাত থেকেই মিত্র বাহিনী ১ মারাঠা লাইট ইনফ্যান্ট্রি ব্রহ্মপুত্র নদী অতিক্রম করে এপারে আসতে থাকে। পাক বাহিনীর কোন প্রতিরোধ না থাকায় পারাপার চলমান থাকে। গরুর গাড়ী সঙ্কটে ভারী অস্র পারাপারে সমস্যা হওয়ায় এগুলি গন্তব্য স্থলে নেয়া সম্ভব হচ্চিল না। ব্যাটেলিয়ন কম্যান্ডার লেঃ কঃ ব্রার( সেনাপ্রধান হয়েছিলেন) শুধু হাল্কা অস্র পারাপার করালেন। ৮ তারিখ তিনি নদীর পাড়ে বেশিরভাগ সৈন্য নিয়ে সময় কাটান।