You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ - সংগ্রামের নোটবুক

০৮ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ

জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভারত ও পাকিস্তানের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতির এবং সৈন্য প্রত্যাহারের আহবান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। ১০৪-১১ ভোটে প্রস্তাব টি পাশ হয়। সাধারন পরিষদের সিদ্ধান্ত মানতে সদস্য রাষ্ট্র গুলি বাধ্য নয়। সাধারন পরিষদের প্রস্তাব এক ধরনের পরামর্শ মাত্র। এই প্রস্তাবে নেপাল ও আফগানিস্তান ভোট দানে বিরত ছিল। মুসলিম রাষ্ট্র সেনেগাল এবং ওমান (সদ্য সদস্য হয়েছে ) ভোট দানে বিরত ছিল। সাধারন পরিষদে শ্রীলঙ্কার প্রতিনিধি ৩ দফা প্রস্তাব সুপারিশ করেছেন যুদ্ধ বিরতি, সৈন্য প্রত্যাহার ও বিচ্ছিন্নতাবাদী আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করে একটি ঐকমতে পৌঁছানো এবং তাদের বিচ্চিন্নতা আন্দোলন থেকে ফিরিয়ে এনে শরণার্থী ফেরত নেয়ার পরিবেশ সৃষ্টি করা। শ্রীলংকা মুল প্রস্তাবে পক্ষে ভোট দেয়।

 

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!