You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | সাধারন পরিষদে সমর সেন আগা শাহী বিতর্ক - সংগ্রামের নোটবুক

৮ ডিসেম্বর, ১৯৭১ঃ সাধারন পরিষদে সমর সেন আগা শাহী বিতর্ক

সাধারণ পরিষদে ভারতীয় প্রতিনিধি শ্রী সমর সেন বলেন, পাকিস্তানের অবশ্যই বাংলাদেশকে স্বীকার করে নিতে হবে। উপমহাদেশে শান্তি পুনঃস্থাপনের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য না হলে জাতিসংঘের কোন প্রস্তাবই বাস্তবায়ন করা যাবে না। তিনি বলেন বাংলাদেশ থেকে পাকিস্তানের সৈন্য অপসারন করতে হবে। বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার এবং শেখ মুজিবকে মুক্তিদানের ভারতীয় দাবির জবাবে আগা শাহী এদিন বলেন, এসবই হচ্ছে পাকিস্তানকে বিভক্ত করে অনুগত তথাকথিত ‘বাংলাদেশ’ প্রতিষ্ঠা করার হীন চক্রান্ত। তিনি আরও বলেন সোভিয়েত সমর্থনপুষ্ট হয়ে বেয়নেটের মুখে পূর্ব পাকিস্তানের অধিবাসীদের উপর বাংলাদেশ চাপিয়ে দেওয়াই ভারতের আসল অভিসন্ধি।