You dont have javascript enabled! Please enable it!

৮ ডিসেম্বর ১৯৭১ঃ আত্মসমর্পণের আহ্বান

ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মানেকশ পাকবাহিনীর উদ্দেশে আকাশবাণী থেকে প্রচারিত এক বিবৃতিতে তাদের অবিলম্বে আত্মসমর্পণের আহবান জানিয়েছেন। এই বিবৃতি ইংরেজি উর্দু ও পশতু ভাষায় প্রচার করা হয়। তাদের উদ্দেশে তিনি বলেন আমি খবর পেয়েছি তোমরা পালাবার উদ্দেশে নারায়ন গঞ্জ এবং বরিশালে জমায়েত হয়েছ। কিন্তু সে চেষ্টা ব্রিথা যাবে তোমাদের পালাবার কোন পথ আমরা খোলা রাখিনি। যদি অচিরেই তোমরা আত্মসমর্পণ কর তাহলে নিশ্চিত থাকতে পারো যে তোমাদের প্রতি মানবিকতা পূর্ণ শিষ্টাচার প্রদর্শন করা হবে। জেনেভা কনভেনশনের সকল সুযোগ সুবিধা তোমরা পাবে নইলে তমাদের জন্য অপেক্ষা করছে করুন মৃত্যু।