You dont have javascript enabled! Please enable it!

০৮ ডিসেম্বর ১৯৭১ঃ ভুট্টোর নিউইয়র্ক যাত্রা

উপপ্রধানমন্ত্রী ও পর রাষ্ট্র মন্ত্রী জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধি হিসেবে নিউইয়র্ক এর উদ্দেশে পশ্চিম পাকিস্তান ত্যাগ করেন। তিনি কাবুল, রোম, ফ্রাঙ্কফুর্ট, লন্ডন হয়ে নিউইয়র্ক যাবেন। তার সফর সঙ্গীরা হলেন মরক্কোতে পাকিস্তানী রাষ্ট্রদূত তায়েবজী, বেলগ্রেডে পাকিস্তানী রাষ্ট্রদূত আখন্দ, জেনেভায় জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে পাকিস্তানী রাষ্ট্রদূত নিয়াজ আহমেদ ওয়াশিংটনে পাকিস্তানী দূতাবাসের মিনিস্টার আকরাম জাকি পূর্ব পাকিস্তান হতে কাইউম মুসলিম লীগের এমএ এ মুজিবুর রহমান, পিপিপি এর এমএনএ মুজাফফর উদ্দিন, কেন্দ্রীয় পিপিপি নেতা রফি রাজা। ভুট্টো দায়িত্ব নেয়ায় মাহমুদ আলী এ পদ থেকে অপসারিত হলেন। যাত্রা পথে তিনি সীমান্ত প্রদেশের গভর্নর লেঃ জেঃ আজহার খানের সাথে গভর্নর হাউজে দেখা করেন। পরে তিনি পিপিপি নেতা হায়াত মোহাম্মদ শেরপাও এর বাসভবনে পেশোয়ারে নিযুক্ত আফগান কন্সাল আবিদির সাথে সাক্ষাত করেন।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!