You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | ইয়াহিয়া খানের বিশেষ দুত মিয়া জিয়াউদ্দিন - সংগ্রামের নোটবুক

৮ ডিসেম্বর ১৯৭১ঃ ইয়াহিয়া খানের বিশেষ দুত মিয়া জিয়াউদ্দিন

প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিশেষ দুত মিয়া জিয়াউদ্দিন জাকার্তায় এক সাংবাদিক সম্মেলনে বলেন পাকিস্তান ইন্দোনেশিয়ার মধ্যস্থতার প্রস্তাব গ্রহন করেছে তবে তা সৈন্য প্রত্যাহার ও যুদ্ধ বিরতির পর। তিনি বলেন কোন সামরিক সাহায্যের জন্য ইন্দোনেশিয়া আসিনি ইন্দোনেশিয়ার তরফ থেকেও কোন সামরিক সহায়তার প্রস্তাব দেয়া হয়নি। ইন্দোনেশিয়া শুধু জাতিসংঘে পাকিস্তানকে সাহায্য করে আসছে (ইন্দোনেশিয়ার আদম মালিক বর্তমানে সাধারন পরিষদ সভাপতি)। পাকিস্তান আক্রমন করে ভারত দক্ষিন পূর্ব এশিয়ার মোড়ল হতে চায়। আর এ লক্ষে তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। ভারত মহাসাগর কে তারা নিজেদের মনে করছে। তিনি বলেন ভারত শরণার্থীদের সংখ্যা বাড়িয়ে বলছে পাকিস্তান শুধু প্রকৃত শরণার্থীদের ফিরিয়ে নিতে চায়।