You dont have javascript enabled! Please enable it! 1971.12.07 | জাতিসংঘ কর্মচারীদের ঢাকা ত্যাগ ব্যার্থ - সংগ্রামের নোটবুক

৭ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসংঘ কর্মচারীদের ঢাকা ত্যাগ ব্যার্থ

একটি ভাড়া করা সি-১৩০ বিমানে জাতিসংঘ কর্মচারীদের ব্যাংকক নেয়ার প্রচেষ্টা ভারতীয় বিমান বাহিনীর গতকালের ঢাকা আক্রমনের কারনে বাতিল হয়ে গেছে। ভাড়া করা বিমানটি তেজগাও বিমান বন্দরে অবতরনে ব্যার্থ হয়। চট্টগ্রামের কাছে বঙ্গোপসাগরে ভারতীয় নৌ বাহিনীর জেট বিমান বিমানটিকে ধাওয়া করে ভীতি সৃষ্টি করার পর বিমানটি পরে ব্যাংকক ফিরে যায়। এর আগে জাতিসংঘের তরফ হতে জাতিসংঘ কর্মচারীদের নিরাপদ অপসারণ এর স্বার্থে উভয় দেশকে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত যুদ্ধ বিরতির আহবান জানিয়েছিল। পাকিস্তান এতে সাড়া দিলেও ভারত নীরব থাকে। হোটেল ইনটারকন থেকে যাত্রীরা বিমানবন্দরে গিয়ে অনেকক্ষণ অপেক্ষার পর ফিরে আসে। হোটেলে ফিরে তারা নোটিশ বোর্ডে তাদের কর্মসূচী বাতিলের কারন জানতে পারে। জাতিসংঘের স্টাফরা প্রায় সবাই united nation east Pakistan relief oparetion এর সাথে যুক্ত। এদের প্রধান পল মার্ক হেনরি ভিন্ন রাষ্ট্রে অবস্থান করছেন। তিনি অবশ্য ফিরে আসবেন।
নোটঃ পল মার্ক হেনরি ডিসেম্বরের ৫-৬ দিন (১২-১৮) দেশের হর্তা কর্তা ছিলেন।