You dont have javascript enabled! Please enable it!

৭ ডিসেম্বর ১৯৭১ ঃ শেরপুর ফ্রন্ট

৫ ডিসেম্বর থেকে পাক বাহিনীর ৩১ বালুচ কামালপুর-বক্সিগঞ্জ থেকে শেরপুরের শ্রীরবদী উপজেলা হয়ে শেরপুর শহর অভিমুখে রওনা হন। ভারতীয় ৯৫ ব্রিগেডের প্রচণ্ড হামলায় নকলা থানা বাদে নদীর উত্তর পাড় পাক বাহিনী ৬ ডিসেম্বর রাতের আধারে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে জামালপুর পিটিআই ক্যাম্পে আশ্রয় নেন। ৭ ডিসেম্বর মুক্ত হয় শেরপুর। ভারতীয় বাহিনীর অগ্রাভিযানে ছিলেন জিওসি গুরবক্স সিং গিল ও ৯৫ ব্রিগেড কম্যান্ডার ব্রিঃ এইচ এস ক্লের। তাদের বহন কারী জীপটি মাইন অতিক্রম করা কালে বিস্ফোরিত হয়ে গিল মারাত্মক আহত হন। ক্লের সামান্য আহত হন।
এর মাঝে শেরপুর টাউনে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেছিলেন ভারতীয় মিত্র বাহিনীর সর্বাধিনায়ক জগজিৎ সিং অরোরা। মুক্ত শেরপুরবাসী তাকে স্বাগত জানায়। মিত্র বাহিনীয় উপস্থিতিতে সেদিন পৌর পার্ক মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।
এসময় ‘জয়বাংলা’ শ্লোগানে উপস্থিত জনতা চারদিক মুখরিত করে তোলে। এখানে দাঁড়িয়েই তিনি বিবিসি, ভয়েস অব আমেরিকা, মস্কো, আকাশবানিসহ বিভিন্ন বেতার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী ৭ দিনের মধ্যে ঢাকা মুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!