৭ ডিসেম্বর ১৯৭১ঃ বিশেষ মোনাজাত
ভারতীয় সেনাবাহিনীর পরাজয় কামনা এবং পাকিস্তান বাহিনীর বিজয় কামনা করে দেশের সকল মসজিদে বাদ জোহর বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও জনগনের মনোবল অটুট রাখা পাকিস্তানের অখণ্ডতা ও সংহতির জন্য ও মোনাজাত করা হয়। গভর্নর মালিকের আহ্বানে এই মোনাজাত আয়োজন করা হয়। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকেদের এক সভায় ভারতের নগ্ন হামলার নিন্দা করা হয়। সেখানে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে জাতিকে এই সঙ্কট কাটিয়ে উঠার শক্তি ও সাহস দানের জন্য আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করা হয়।