৬ ডিসেম্বর ১৯৭১ঃ হিলি ফ্রন্ট
৫ ডিসেম্বর ভারতীয় বাহিনী প্রায় ১০ দিন বিরতির পর হামলা চালায়। ২৪ নভেম্বর ভারতীয় বাহিনী এখানে পাক ৪ এফএফ এর সি কোম্পানির হাতে বিপর্যস্ত হয়েছিল। হিলির উত্তরদিকে অবশ্য ভারতীয় বাহিনী প্রবেশ করে ভাদুরিয়াতে স্থির হয়ে আছে। হিলিতে পাক সি কোম্পানি প্রথম ৪ টি হামলা সফল ভাবে প্রতিরোধ করে ৫ম হামলার সময় সি কোম্পানি অধিনায়ক মেজর আকরাম নিজেই রকেট লাঞ্চার নিয়ে ভারতীয় ট্যাঙ্ক পজিশনের ১০০ গজের মধ্যে যেয়ে হামলা শুরু করেছিলেন। তিনি ২টি ট্যাঙ্ক ধ্বংসের পর ভারতীয় বাহিনীর মেশিন গানের গুলিতে নিহত হন। তাকে দক্ষিনে জয়পুরহাটে এক গ্রামে দাফন করা হয়। পূর্ব পাকিস্তানে তিনিই একমাত্র পাকিস্তানী নিশানে হায়দার ( বীরশ্রেষ্ঠ) পদকধারি। ভারতীয় ৭১ ব্রিগেডে আর দুটি আরমার্ড রেজিমেন্ট যুক্ত করে পুরা বাহিনীকে ঘোড়াঘাটের দিকে অগ্রসর হতে আদেশ দেয়ার পর এই হামলা শুরু হয়।