You dont have javascript enabled! Please enable it! 1971.12.07 | জেনারেল মানেকশ পাকবাহিনীর উদ্দেশে এক বার্তায় তাদের অবিলম্বে আত্মসমর্পণের আহবান জানিয়েছেন - সংগ্রামের নোটবুক

৭ ডিসেম্বর ১৯৭১ঃ আত্মসমর্পণের আহ্বান

নয়াদিল্লীতে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মানেকশ পাকবাহিনীর উদ্দেশে এক বার্তায় তাদের অবিলম্বে আত্মসমর্পণের আহবান জানিয়েছেন। তাদের উদ্দেশে তিনি বলেন অবরুদ্ধ বাংলাদেশে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়া বৃথা কারন বাহিরের কোন সাহায্য আকাশ জল বা স্থল পথে তাদের কাছে পৌছবে না। তিনি বলেন একটি নিয়মিত বাহিনী অপর একটি নিয়মিত বাহিনীর কাছে আত্মসমর্পণ অপমানকর কিছু নয়। তিনি বলেন এতদিন তোমরা যাদের হত্যা করেছ তারা এখন তোমাদের হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের হাতে তোমাদের নিশ্চিত মৃত্যু সুতরাং তোমরা বাংলাদেশের যে যেখানে আছ নিকটস্থ ভারতীয় বাহিনীর কাছে দ্রুত আত্মসমর্পণ কর। ভারতীয় বাহিনী তোমাদের প্রতি সেনাবান্ধব ও মানবিক আচরন করবে।