You dont have javascript enabled! Please enable it!

৬ ডিসেম্বর ১৯৭১ঃ আখাউড়া ফ্রন্ট

৩-৫ ডিসেম্বর তুমুল যুদ্ধের পর ৬ ডিসেম্বর আখাউড়া সম্পূর্ণভাবে শত্রু মুক্ত হয়। পরে আখাউড়া ডাকঘরের সামনে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করেন মুক্তি যুদ্ধকালীন পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রধান জহুর আহাম্মদ চৌধুরী। আখাউরার দক্ষিনে গঙ্গাসাগরে ৩ তারিখের তুমুল যুদ্ধে গঙ্গাসাগর মুক্ত হওয়ার পর ৪ তারিখে মিত্রবাহিনী আখাউরার উত্তরে অবস্থান নিলে আখাউরার পতন কাছাকাছি চলে আসে। ৩ তারিখ গঙ্গাসাগরের যুদ্ধে নিহত আলবার্ট এক্কা এই ফ্রন্টে ভারতের একমাত্র পরম বীর চক্র (বীর শ্রেষ্ঠ) উপাধি পাওয়া সেনা। তিনি ১৪ গার্ডের সেনা ছিলেন।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!