You dont have javascript enabled! Please enable it! 1971.12.06 | ঝিনাইদহ ফ্রন্ট- ভারতীয় বিমান বাহিনী ঝিনাইদহে বোমা বর্ষণ করে কিন্তু বোমা লক্ষ্যভ্রষ্ট হয় - সংগ্রামের নোটবুক

০৬ ডিসেম্বর, ১৯৭১: ঝিনাইদহ ফ্রন্ট

লেঃ নিয়াজি রাতে চুয়াডাঙ্গা অবস্থানকারী ৫৭ ব্রিগেডকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ অবস্থান থেকে সরে এসে ঢাকা রক্ষার নির্দেশ দেন। ভারতীয় বিমান বাহিনী ঝিনাইদহে বোমা বর্ষণ করে কিন্তু বোমা লক্ষ্যভ্রষ্ট হয়। এখানে সম্মখযুদ্ধে ভারতিয় বাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হয়। এর পর থেকেই প্রচণ্ড ভারতীয় আক্রমনে পাক নবম ডিভিশনের পলায়ন পর্ব শুরু হয়। যশোর-ঢাকা সড়কে ভারতীয় বাহিনী ঘাঁটি করায় বাধ্য হয়ে পাক ৫৭ ব্রিগেড ঢাকা বা যশোর যেতে না পেরে কুষ্টিয়ার দিকে চলে যায়। যশোরে অবস্থানরত ১০৭ ব্রিগেড খুলনার দিকে নোয়াপারায় সরে পড়ে। ফলে যশোর ঝিনাইদহ মুক্ত হয়। ঝিনাইদহ ত্যাগ করার সময় পাক বাহিনী তাদের রেশন সব পুড়িয়ে দেয়।