৬ ডিসেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানে জাতিসংঘ রিলিফ কার্যক্রম বন্ধ
জাতিসংঘ মহাসচিব উথান্ত সাধারন পরিষদকে জানিয়েছেন তিনি পূর্ব পাকিস্তানে জাতিসংঘ রিলিফ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এই দিনে ঘোষণা দিলেও বন্ধ হয়েছে ৪ তারিখ থেকে। উথান্ত এর বিবৃতি সাধারন পরিষদে পাঠ করে শুনান আন্ডার সেক্রেটারি stantin a stevropawols। সম্পূর্ণ বৈরী পরিবেশে সাহায্য সামগ্রী স্থানান্তর অসম্ভব হয়ে পড়ছিল এবং জাতিসংঘ কর্মচারীদের নিরাপত্তা নিশ্চয়তা বিধান করা সম্ভব ছিল না। তিনি সাহায্য দাতাদের আর নিশ্চয়তা দিতে পারছিলেন না যে সাহায্য সামগ্রী যাদের জন্য পাঠানো হচ্ছে আদৌ তাদের কাছে পৌঁছেছে কিনা। ইউএনইপিআরও গঠনের একটি প্রস্তাব জাতিসংঘে গৃহীত হওয়ার পর পর এই আদেশ দেয়া হয়।