০৬ ডিসেম্বর, ১৯৭১ঃ নিরাপত্তা পরিষদে দ্বিতীয় দফা ভেটো
নিরাপত্তা পরিষদে পাক-ভারত যুদ্ধ বিরতি সংক্রান্ত মার্কিন প্রস্তাবের ওপর সোভিয়েত ইউনিয়ন ২৪ ঘণ্টার ব্যাবধানে দ্বিতীয় দফা ভেটো দেয়। নিরাপত্তা পরিষদের ১১ জন সদস্য মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দেয়। পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের পক্ষে ভোট দেয়। বৃটেন ও ফ্রান্স ভোট দানে বিরত থাকে।পরিষদ ভেটোর পর পর মুলতবী ঘোষণা করা হয়েছে। ইতালি আরেকটি প্রস্তাব পরিষদে পেশ করতে যাচ্ছে। এটি পরিষদের বাইরে সদস্যরা আলোচনা করে যাচ্ছেন। ইতালির প্রস্তাবে পাকিস্তানে আক্রমনের জন্য ভারতের নিন্দা করার কথা যুক্ত আছে। চীন প্রায় ইতালির অনুরূপ একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে সেখানে আক্রমনের জন্য ভারতের কঠোর নিন্দা করার বক্তব্য যুক্ত আছে।
সোভিয়েত সরকারের একজন মুখপাত্র মস্কোতে বলেন, ভারতীয় উপমহাদেশের বর্তমান পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়ন উদাসীন থাকতে পারে না। কারণ, এখানে সোভিয়েত ইউনিয়নে নিরাপত্তার স্বার্থ জড়িত রয়েছে।