০৬ ডিসেম্বর ১৯৭১ঃ উপ-নির্বাচন স্থগিত
ভারতীয় হামলা তীব্র হওয়ার কারণে এবং দেশের অভ্যন্তরে মুক্তিবাহিনীর ক্রিয়াকলাপ বৃদ্ধি পাওয়ায় নির্বাচন কমিশন এক ঘোষণায় ৭-২০ ডিসেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচন স্থগিত করে। জাতীয় পরিষদে মোট ২০টি আসনে এবং প্রাদেশিক পরিষদে অর্ধশতাধিক আসনে উপ নির্বাচন হওয়ার কথা ছিল। সকল আসনে ভাগাভাগি করে দেয়া সম্ভব হলেও এই কয়টি আসন ভাগাভাগি করা সম্ভব হয়নি বা উপনির্বাচনে কিছু নির্বাচন দেখাতে চেয়েছিল সরকার। এই আসন গুলিতে ফজলুল কাদের চৌধুরী, মৌলবি ফরিদ, মাহমুদুন নবী প্রার্থী ছিলেন।