You dont have javascript enabled! Please enable it! 1971.12.05 | ঝিনাইদহ ফ্রন্ট - গভর্নর মালিকের নিজ এলাকা চুয়াডাঙ্গা পতনের মুখে গভর্নর অত্যন্ত চিন্তিত হয়ে পরেন - সংগ্রামের নোটবুক

৫ ডিসেম্বর ১৯৭১ঃ ঝিনাইদহ ফ্রন্ট

এই ফ্রন্টে ভারতীয় ৪ ডিভিশন এর ৪১ ব্রিগেড এর ৩টি ব্যাটেলিয়ন দরশনা মুক্তের পর চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলার দক্ষিনের অংশ দখল করে। ৪ ডিভিশন এর ৪১ ব্রিগেড ব্রিগেডিয়ার টম মিশিগানের কম্যান্ডে এই এলাকা দখলের পর ঝিনাইদহ বা চুয়াডাঙ্গা আক্রমন না করে এই দুই মহকুমার মাঝে রোড ব্লক করে অবস্থান নিয়ে থাকে। পাকিস্তানি ৫৭ ব্রিগেড যেটি ৩ তারিখের আগে ঝিনাইদহে সদর দপ্তর করেছিল যুদ্ধের সুবিধার জন্য চুয়াডাঙ্গা সরিয়ে নেয়া হয়েছিল তা দক্ষিনের ৯ ডিভিশন সদরের সাথে বিচ্ছিন্ন হয়ে পরে। এই অবরোধ ভাঙ্গার জন্য পাকিস্তানী ১৮ ও ৫০ পাঞ্জাব প্রবল চেষ্টা করেও ব্যার্থ হয়। গভর্নর মালিকের নিজ এলাকা চুয়াডাঙ্গা পতনের মুখে গভর্নর অত্যন্ত চিন্তিত হয়ে পরেন।