০৫ ডিসেম্বর ১৯৭১ঃ আখাউরা ফ্রন্ট
ভারতের ৪ গার্ড ব্যাটেলিয়ন মুক্তিবাহিনীর সাথে আখাউড়ার দক্ষিণ এবং পশ্চিমাংশ দিয়ে অবরোধ করে। এখানে পাকবাহিনী (১২ এফএফ, ১২ একে) মিত্র বাহিনীর সাথে যুদ্ধে টিকতে না পেরে অবশেষে আত্মসমর্পণ করে। এখানে একজন লেঃ কর্নেল, ৬ জন অফিসার সহ ১০০ সেনা ও ১৩৫ জন প্যারা মিলিশিয়া আত্মসমর্পণ করে। অনেক পাক সৈন্য জন মিত্রবাহিনীর হাতে নিহত হয় এবং কিছু পাকসৈন্য ব্রাহ্মণবাড়িয়াতে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে আখাউড়া সম্পূর্ণরূপে শত্রু মুক্ত হয়। এখানে দুটি ট্যাঙ্ক ও প্রচুর অস্র হস্তগত হয়।