You dont have javascript enabled! Please enable it!

৫ ডিসেম্বর ১৯৭১ঃ চৌদ্দগ্রাম আক্রমন ও মুক্ত

উত্তরে যেভাবে কুমিল্লার মাঝামাঝি দিয়ে ভারতীয় ৬১ ব্রিগেড লালমাইয়ের কাছে পাকিস্তানী ২৫ এফএফ এর প্রায় পুরা ব্যাটেলিয়নকে আত্মসমর্পণ করায় ঠিক একই ভাবে ভারতীয় ৮৩ ব্রিগেড ৯ইবি কে নিয়ে নিঃশব্দে কুমিল্লা ও চৌদ্দগ্রাম এবং চৌদ্দগ্রাম ফেনীর এর মাঝামাঝি দিয়ে ভিতরে প্রবেশ করে লাকসামের পূর্বদিকে অবস্থান করে। ৪ তারিখ ২৩ পাঞ্জাবের সাথে ৩ ডগরা এর তুমুল যুদ্ধ হয় পাকবাহিনীর ব্যাপক হতাহতের পর পাকিস্তানী বাহিনী ৫ তারিখ ময়নামতির দিকে সরে গেলে চৌদ্দগ্রাম মুক্ত হয়। ৪ তারিখের যুদ্ধে ৩ ডগরার এক কোম্পানি কম্যান্ডার মেজর এ এস গাহলাউত নিহত হন তিনি মরণোত্তর এমভিসি পদক লাভ করেন শেখ হাসিনার ভারত সফরের সময় তাকে বাংলাদেশ সরকার থেকে সন্মাননা দেয়া হয়। ফেনীতে ধাওয়া খেয়ে ৫৩ ব্রিগেড লাকসাম হয়ে ময়নামতির দিকে যেতে থাকে। ৮৩ ব্রিগেড বিলোনিয়া ফুলগাজী মুক্ত করার পর তাদের প্রত্যাহার করে এই দিকে দায়িত্ব দেয়া হয়। সেখানে ভারতীয় কিলো বাহিনী (৩১ জাঠ, ৩২ মাহার, ৪ইবি, ৯ইবি) ফেনী এবং চট্টগ্রাম আক্রমনে নিয়োজিত হয়। ধার করে আনা ২ বেঙ্গলের হেলাল মোরশেদের কোম্পানি ফেরত যায়।