শরণার্থী শিবিরগুলিতে আবার কলেরা ছড়াচ্ছে
নয়াদিল্লী, ১৯ জুন (ইউএনআই) পশ্চিমবঙ্গের শরণার্থী শিবিরগুলিতে গত কয়েকদিন আগে কলেরারােগ হ্রাস পেয়েছিল, কিন্তু এখন আবার ঐ রােগ বিভিন্ন শিবিরে দ্রুত ছড়িয়ে পড়েছে বলে স্বাস্থ্যমন্ত্রকের কাছ থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
পশ্চিমবঙ্গ সরকারের রিপাের্টে বলা হয়েছে যে ১৬ জুন পর্যন্ত ২৩,১৬৫ জন কলেরায় আক্রান্ত হয়েছেন এবং ৩৪৫৩ জন মারা গেছেন। তবে পথের ধারে যারা মারা গেছেন তাদের সংখ্যা এর মধ্যে নেই।
স্বাস্থ্য মন্ত্রকের সচিক শ্রী কে কে দাশ গত ১০ জুন সাংবাদিকদের কাছে বলেন যে বিভিন্ন শিবিরে ২,৪০৫ জন কলেরায় মারা গেছেন এবং শিবিরের বাইরেও প্রায় সমসংখ্যক মানুষ মারা গেছেন বলে তার অনুমান।
সূত্র: কালান্তর, ২০.৬.১৯৭১