You dont have javascript enabled! Please enable it!

রাজনৈতিক মীমাংসা না হলে শরণার্থীদের ফিরে যাবার আশা নেই
অবশেষে আগা খানেরও কিছু প্রজ্ঞা দেখা দিয়েছে

জাতিসংঘ, ২৪ জুন (এ পি) জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান গতকাল বলেছেন, ভারতে আগত বাঙলাদেশের শরণার্থীদের জন্য এ পর্যন্ত মাত্র ৩৩ কোটি টাকার মত রিলিফ সামগ্রী পাঠানাে হয়েছে এবং তার সবটাই খরচ হয়ে গিয়েছে। তিনি সমস্ত দেশকে আরও রিলিফ দেবার জন্য বলবেন। তিনি বলেছেন, গৃহযুদ্ধের দরুন ২৫ মার্চ থেকে আরম্ভ করে এ পর্যন্ত পঞ্চাশ লক্ষের বেশি শরণার্থী ভারতে এসেছে। তাদের সমস্যা মেটাবার জন্য তিনি আজ ওয়াশিংটনে যাবেন এবং তারপর অন্যান্য দেশের রাজধানীতে আরও সাহায্য লাভের জন্য সফর করবেন। তিনি বলেছেন, গােড়ায় ভারতের অনুমান ছিল শরণার্থীদের জন্য ছয় মাসে ১৩১.২৫ কোটি টাকা লাগবে; কিন্তু তার পরিমান বাড়বে বলে তিনি মনে করেন। যদি অবিলম্বে এই সাহায্য পাওয়া না যায় তাহলে এই হতভাগ্য জনগণের অবর্ণনীয় দুর্দশা হবে। তিনি বলেছেন, ভারত বার বার জোর দিয়ে বলেছে, এদের ভরণ-পােষণের দায়িত্ব আন্তর্জাতিক সমাজকে গ্রহণ করতেই হবে। যদি তারা তা না করে তাহলে ভারতকে অন্য উপায়াদি গ্রহণ করতেই হবে। কাজেই তার ফলে পরিস্থিতি এমন কি ভয়াবহও হয়ে উঠতে পারে। তিনি বলেছেন, শুক্রবার দিন পাক রাষ্ট্রপতির একটি বিবৃতি দেবার কথা আছে। তিনি খুবই আশা করেছেন, তাতে কোন রকমের রাজনৈতিক সমাধানের সূত্র থাকবে। তিনি মনে করেন যে, যদি পূর্ববঙ্গ নিয়ে একটা রাজনৈতিক মীমাংসা হয় কেবল তাহলেই শরণার্থীরা দেশে ফিরতে পারে।

সূত্র: কালান্তর, ২৫.৬.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!